সিলেটে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর
সিলেটের কোম্পানীগঞ্জে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে।
গতকাল (৪ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনায় ঘটে। নির্যাতনের ঘটনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে আরফান মিয়া (৪৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবক জালাল মিয়া (২৪) দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে। অভিযুক্ত আরফান মিয়া উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের হাজি ওসমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় প্রতিবন্ধী জালাল মিয়াকে নিজ বাড়ির পুকুর পাড় থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মারধর করা হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালাল মিয়াকে আটক করে নিয়ে আসে। তবে ওই যুবক জানান, তিনি চুরি করেননি এবং মিথ্যা সন্দেহে তাকে নির্যাতন করা হয়েছে। পরে রাতেই নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় একটি অভিযোগ করেন। আহত জালাল মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149028