আজ বায়ুদূষণে দিল্লির পরই ঢাকা
ছুটির দিনে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা ভারতের দিল্লির পরই রয়েছে ঢাকা। শুক্রবার (৫ ডিসেম্বর)) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৭০ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২৩৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149014