আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র বলছে, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি দেশে আসার পর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে উড়াল দেবে।

জানা গেছে, খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার থেকে অ্যাম্বুলেন্সে প্রথমে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে লন্ডন। তাঁকে ভর্তি করা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে।

 

গতকাল বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত পরামর্শ এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উড়োজাহাজে দীর্ঘ যাত্রায় (কমপক্ষে ১১ ঘণ্টা) প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতিও শেষ হয়েছে।

এরপর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালের দিকে খালেদা জিয়ার লন্ডনযাত্রা শুরু হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149000