আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২, সাকিবের ১ কোটি
স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুমের জন্য বড় পরিসরে নিলাম না হলেও, ক্রিকেট বিশ্বের নজর এখন আবুধাবির দিকে। আগামী ১৬ ডিসেম্বর সেখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের আকর্ষণীয় ‘মিনি নিলাম’। এই নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান এবার নিজেকে রেখেছেন নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোট ৪৩ জন এই সর্বোচ্চ মূল্যশ্রেণিতে রয়েছেন। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুজিব উর রহমান, এনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, মহেশ থিকশানা ও জশ ইংলিসের মতো বিশ্বসেরা তারকারা।
শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোসেফও আছেন এই ২ কোটি রুপির ক্যাটাগরিতে। আইপিএলে মোস্তাফিজের আগের পারফরম্যান্স এবং তার জাদুকরী ইয়র্কার ও বলের বৈচিত্র্যের কারণে এবারও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে আগ্রহী হতে পারে।
অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। আইপিএলে ৭১টি ম্যাচ খেলা সাকিব এই টুর্নামেন্টের বেশ পরিচিত মুখ। গত মৌসুমে কোনো দল না পেলেও, তার দীর্ঘ অভিজ্ঞতা, অলরাউন্ড দক্ষতা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা তাকে আবারও আইপিএলে ফিরিয়ে আনার জোরালো সম্ভাবনা তৈরি করেছে।
এবারের নিলামে ১৪টি দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। তালিকায় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি আছে মালয়েশিয়ার নামও। মালয়েশিয়ার হয়ে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এখন দেখার অপেক্ষা, আবুধাবির এই মিনি নিলামে বাংলাদেশের দুই প্রতিনিধি কে কোন দলে জায়গা করে নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148638