রাওয়ালপিন্ডিতে সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন এবং সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য সেকশন ১৪৪ জারি করেছে কর্তৃপক্ষ। ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াক্কার চীমার অফিস থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পাকিস্তানি দৈনিক ডন রিপোর্ট করেছে। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত বছর থেকে কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে পিটিআইয়ের ঘোষিত বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়তে থাকে, বিশেষ করে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর পর।নোটিফিকেশন অনুযায়ী পাঁচ বা তার বেশি মানুষের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ—এর মধ্যে রয়েছে জনসভা, র্যালি, মিছিল, অবস্থান কর্মসূচি, ধর্না, জলসা এবং অনুরূপ সব ধরনের রাজনৈতিক বা সামাজিক সমাবেশ।
কর্তৃপক্ষ জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148630