ঠাকুরগাঁওয়ে বাউলদের ওপর হামলার ঘটনায় থানায় জিডি
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বাউল শিল্পীদের ওপর গত বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা। এতে চার বাউল আহত হন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আহতদের একজন মো. মকলেস ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে মকলেস উল্লেখ করেন, তিনি নিজে একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে এসেছিলেন। হাজিরা শেষে কোর্ট চত্বরের ভেতরে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার সাথে ছিলেন তিন বাউল মোখলেছুর রহমান (৪০), মজিদ সরকার (৬৬) ও শামসুদ্দিন চিশতী (৭০)। হঠাৎ একদল লোক স্লোগান দিতে দিতে এসে তাদের মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।
মকলেস বলেন, ‘আমি কাউকে চিনি না, তাই কারও নামে মামলা করিনি। শুধু জিডি করেছি।’ তিনি আরও জানান, তার গুরু বাউল শামসুদ্দিন, মজিদ সরকার ও দীপক কান্তজীউ মন্দিরের মেলা শেষে তার সাথে দেখা করতে ঠাকুরগাঁও এসেছিলেন। চা খাওয়ার সময়ই হামলাটি হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি শামসুদ্দিনকে জয়পুরহাট ও মজিদ সরকারকে সাভারের উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়েছেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, আহত চার বাউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জিডির তদন্ত করা হবে। কারা হামলা করেছে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
উল্লেখ্য, বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে গত বুধবার ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন ছিল। সমাবেশের কয়েক ঘণ্টা আগেই ঠাকুরগাঁও কোর্ট চত্বরে এই হামলার ঘটনা ঘটে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148104