চাকরির আশায় বসে না থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, শিক্ষকেরা কোয়ালটি সম্পন্ন শিক্ষাদান করলে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে। শুধু উচ্চ শিক্ষার সার্টিফিকেট অর্জন করলে লাভ হবে না। যারা বিদেশে গিয়ে দেশে রেমিটেন্স পাঠান তারা শরীরের ঘাম ঝরিয়ে টাকা পাঠান, তারা দেশের সম্পদ। দেশে বেকার বেশি তাই দেশের চাকরির আশায় বসে থাকা যাবে না। সকলকে নিজ উদ্যোগে টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, সোনালী ব্যাংক ম্যানেজার মাজেদুর রহমান, সমাজসেবক আব্দুল করিম, নশিপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান তালুকদার, গাবতলী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, জুলাইযোদ্ধা মেহেদী হাসান, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু ব্যবস্থা, মাদক, ইভটিজিং, জমি থেকে মাটি কাটা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। শেষে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ, গাছের চারা, সেলাইমেশিন, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148095