রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন বগুড়ার নন্দীগ্রামের রোহান  

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন বগুড়ার নন্দীগ্রামের রোহান  

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : মাঠ পর্যায়ে ভূমি সেবায় নিয়োজিত কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। রাজশাহী বিভাগের মোট ৬৩ জন ভূমি কর্মকর্তার মধ্য তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

গত সোমবার ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র উদ্বোধনী অনুষ্ঠানে রোহান সরকারের হাতে পুরস্কার তুলে দেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পুরস্কার প্রাপ্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, এই স্বীকৃতি আমাকে দায়িত্ব পালনে আরও বেশি দায়িত্ববান, গতিশীল ও অনুপ্রাণিত করবে। সাধারণ জনগণকে আরও স্মার্ট ভূমিসেবা দিতে এটি বিশেষ ভূমিকা রাখবে। তিনি নন্দীগ্রামের জনগণসহ তার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148094