বাংলাদেশকে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

বাংলাদেশকে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ  সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে সফরকারীরা।

জয়ের জন্য বাংলাদেশ দলকে ১২০ বলে ১৮২ রান করতে হবে।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।

এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারে স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টম ট্যাক্টর।

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন। 

দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148077