মিয়ানমারে হাজারও বন্দির সাজা মাফ করল জান্তা সরকার
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর আগে দেশটির সামরিক সরকার সেনাবিরোধী কর্মকাণ্ডে আটক হাজার হাজার মানুষের সাজা মাফ ও মামলার কার্যক্রম স্থগিত করেছে। মূলত ভোটের আগে সমালোচনার মুখে বন্দিমুক্তির এই ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসের নির্বাচনের আগে সেনাবাহিনী-বিরোধী কর্মকাণ্ডে আটক মোট ৮ হাজার ৬৬৫ জনের সাজা মাফ বা মামলার কার্যক্রম বন্ধ করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবারের এই ঘোষণায় বলা হয়েছে, এসব বন্দির মুক্তির ফলে আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই ভোটকে ‘পাতানো প্রক্রিয়া’ বলে সমালোচনা করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর জান্তাবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যাপক দমন-পীড়নের ফলে দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। বছরের পর বছর ধরে চলা ভয়াবহ এই সংঘাতে হাজারও মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন অবস্থায় মিয়ানমারের সামরিক বাহিনী আগামী ডিসেম্বর থেকে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং এটিকে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার পদক্ষেপ হিসেবেও তুলে ধরছে।
বৃহস্পতিবার জারি হওয়া সাজা মওকুফের আদেশ অনুযায়ী, ‘ভয় সৃষ্টি বা ভুয়া তথ্য ছড়ানোর মতো মন্তব্যের’ অভিযোগে দোষী সাব্যস্ত ৩ হাজার ৮৫ জনের সাজা কমানো হয়েছে। আরও ৫ হাজার ৫৮০ জনের বিরুদ্ধেও অভিযোগ তুলে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলছিল কিন্তু তারা গ্রেপ্তার এড়ানো অবস্থায় ছিলেন। কতজন রাজনৈতিক বন্দি এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন বা কখন তাদের মুক্তি দেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বুধবার সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ২৮ ডিসেম্বর যেন সব যোগ্য ভোটার ‘স্বাধীনভাবে ও ন্যায়সঙ্গতভাবে’ ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা হয়েছে।
ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বন্দি মুক্তি অবিলম্বে শুরু হবে। তবে কতজনকে বা কারা মুক্তি পাবেন— তা তিনি জানাননি। গোপনীয়তার কারণে তিনি নামও প্রকাশ করেননি। যদিও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এই ধরনের মুক্তি সম্পন্ন হতে কয়েক দিন সময় লেগে যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148046