টি-টোয়েন্টিতে জিততে লিটন-মুস্তাফিজকে নিয়ে যা ভাবছে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টিতে জিততে লিটন-মুস্তাফিজকে নিয়ে যা ভাবছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। এবার দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে। লাল বলের হতাশা ঝেড়ে ফেলে টি-টোয়েন্টি লড়াই শুরুর আগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। 

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা ৩০ উইকেট নিতে চাই এই সিরিজে। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই... আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।’ 

অধিনায়ক লিটন দাসকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে মনে করেন আরেক আইরিশ তারকা হ্যারি টেক্টর, ‘আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।’ স্বাগতিক পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে টেক্টর বলেন, ‘মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আগেও আমরা তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/148013