এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড মার্করামের
স্পোর্টস ডেস্কঃ গুয়াহাটি টেস্টে ৯টি ক্যাচ নেওয়া এই ক্রিকেটার ম্যাচসেরা হননি মার্কো ইয়ানসেনের উজ্জ্বল পারফরম্যান্সের কারণে। উজ্জ্বল পারফরম্যান্স ছিল সেনুরান মুথুসামি ও সাইম হারমারেরও।
আন্তর্জাতিক টি-২০ ও ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ৫টি ক্যাচ ধরার নজির রয়েছে। টেস্টে এতদিন সংখ্যাটা ছিল ৮, ২০১৫ সালে গল টেস্টে ৮ ক্যাচ ধরেছিলেন আজিঙ্কা রাহানে। মার্করাম আজ গড়লেন বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪টি। তার হাতে দুইবার ক্যাচ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। একবার করে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও রিশভ পন্ত।
প্রোটিয়ারা ম্যাচটি জিতেছে ৪০৮ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে এটা ভারতের সবচেয়ে বড় হার। ম্যাচসেরা হয়েছেন বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ৯১ বলে ৯৩ রান করা ইয়ানসেন। প্রথম ইনিংসে প্রথম ৭ ব্যাটারের প্রত্যেকে হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়ার পর মুথুসামি ২০৬ বলে করেন ১০৯ রান। হারমার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।
ইয়ানসেন, মুথুসামি ও হারমারের পারফরম্যান্সের চিত্রগুলো এত উজ্জ্বল না হলেই হয়তো মার্করাম ম্যাচসেরার পুরস্কার জিততে পারতেন। অতীতে ফিল্ডিংয়ের জোরে অনেকের ম্যাচসেরার পুরস্কার জেতার নজির আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম জন্টি রোডস, ভিভ রিচার্ডস ও ডেভিড মিলার।
রোডস ১৯৯৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রান করে ৪১ রানের জয়ে ক্যাচ নিয়েছিলেন ৫টি। তার কয়েক বছর আগে ভিভ রিচার্ডস ভারতের বিপক্ষে ৩ ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। ডেভি মিলার ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছিলেন ৪টি ক্যাচ ধরে, রানআউট করেছিলেন দুজনকে।