নির্বাচন নিয়ে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে: রুমিন ফারহানা

নির্বাচন নিয়ে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে: রুমিন ফারহানা

রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নানা শর্ত নির্বাচনি পরিবেশকে আরও জটিল করে তুলেছে। 
 
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে এক জনসভায় রুমিন ফারহানা এসব বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।
 
রুমিন ফারহানা বলেন, কেউ বলছে নিম্নকক্ষে পিআর না হলে তারা নির্বাচন করবে না, কেউ বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে, আবার কেউ বলছে ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ–সুবিধা পেয়ে যাচ্ছেন, তাদের অনেকে সেই সুবিধা ছাড়তে রাজি নন। এজন্যই মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছি। দলের নেতাকর্মীদের সঙ্গে থেকেছি। তাই দলের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতই নির্ধারণ করবে আমার রাজনৈতিক পথ কোন দিকে যাবে।
 
সভায় সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147499