বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, বিএনপি একটি সংঘবদ্ধ দল। জিয়াউর রহমান দলটিকে এমনভাবে তৈরি করেছেন এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান। 

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির সমর্থন বুঝাতে অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করার প্রয়োজন হয় না। একটি দল প্রমাণ করতে চায় তাদের হাজার হাজার লোক। বিএনপির এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি প্রয়োজন হয় না বলে উল্লেখ করেন এ্যানি।

উঠান বৈঠকে লক্ষ্মীপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147456