খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বররাত ৯টার দিকে লবণচরা থানাধীন আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রাজুকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ বলছে, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্তের অগ্রগতির জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সম্ভাব্য তথ্যসূত্র জানার চেষ্টা চলছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক যুবকের গুলিবিদ্ধের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147437