বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের উদ্যোগে প্রথম ছায়া জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের উদ্যোগে প্রথম ছায়া জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে জাতিসংঘের আদলে আয়োজিত প্রথম ছায়া জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ‘বরেন্দ্র ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস (ভিইউএমইউএন) ২০২৫‘ শীর্ষক এই অধিবেশন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হয়। 

উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা আনুষ্ঠানিকভাবে অধিবেশনের উদ্বোধন করেন এবং তিনি এ আয়োজনের জাতিসংঘ মহাসচিবের ভূমিকাও পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তারিকুল আলম। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ। 

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ছায়া জাতিসংঘ অধিবেশনে অংশ নেয় জেসিএমএস বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। তারা রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, বাংলাদেশ, চীন এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১০টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব করে। শিক্ষার্থীরা নিজেদের মনোনীত দেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক কূটনৈতিক অবস্থান এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক ও প্রস্তাব উপস্থাপন করে।

প্রসঙ্গত, জার্নালিজম বিভাগের ‘কনটেমপোরারি বাংলাদেশ অ্যান্ড ওয়াল্ড অ্যাফেয়ার্স কোর্সের‘ কাজের অংশ হিসেবে এই অধিবেশনের আয়োজন করা হয়। এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন কোর্স শিক্ষক আরআইএম গোলাম রাব্বানী। 

অধিবেশন শেষে সেরা বক্তা, সেরা দল, সেরা লিডার, সেরা মেন্টর ও সেরা অরগানাইজার ─ এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি শিক্ষার্থীদের উদ্যোগ ও পারফরম্যান্সের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার পরামর্শ দেন। বিশেষ অতিথি মো. তারিকুল আলমও এই কর্মসূচিকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ উল্লেখ করে  পরবর্তী সময়ে আরো বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।

অধিবেশনের জুরি প্যানেলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাসনিয়া নাসরিন,  বিবিএ প্রভাষক বিবেক মোর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক গাজী রওসান হাবিব অনিকা। কোর্স শিক্ষক আরআইএম গোলাম রাব্বানী বলেন, “বৈশ্বিক রাজনীতি, কূটনৈতিক যোগাযোগ, নীতিনির্ধারণ প্রক্রিয়া ও বিতর্ক দক্ষতা সরাসরি অনুধাবন করানোর জন্য এই ছায়া জাতিসংঘ অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা যেভাবে দায়িত্বশীলভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেছে, তা আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আশাবাদী করে। আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।“

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মণ্ডল, আয়শা সিদ্দিকা, সাঈদ ইবরাহীম রিফাত, ফাতেমা-তুজ-জোহরা এবং মোহা. মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের ও সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147435