শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ

রাইজিং স্টারস এশিয়া কাপে শুক্রবার (২১ নভেম্বর) দিনের প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপরই তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান শাহীনস। শিরোপার মঞ্চে আকবর আলীদের প্রতিপক্ষ এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ১৫৩ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানে থেমে যায়, ফলে ৫ রানের নাটকীয় জয়ে পাকিস্তান পৌঁছে যায় ফাইনালে।একপর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কার অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগান মিলান রাত্নায়েকে। শেষ চার বলে দরকার যখন ৮ রান, পেসার উবাইদ শাহর বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি (৩২ বলে ৪০)। যদিও রিপ্লেতে দেখা যায়, বল সম্ভবত লেগ স্টাম্প মিস করে যেত!

আগামী রোববারে (২৩ নভেম্বর) শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই এশিয়ার ক্রিকেট পরাশক্তি বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহীনস।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147397