বগুড়ায় বিপুল পরিমাণ নকল বই জব্দ : গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার রাতে শহরতলীর নিশিন্দারা কারবালা মাদরাসা সংলগ্ন এলাকার বাবুর বাড়ি থেকে বিপুল সংখ্যাক বিভিন্ন শ্রেণির নকল বই, ছাপাখানার প্লেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. হাসান বাসির জানান, বগুড়া সদরের দশটিকা-পশ্চিমপাড়ার মো. শামীম হোসেন (৫৫) ও নিশিন্দারা কারবালা মাদরাসা সংলগ্ন এলাকার বাবু (৬৪) বাড়ি ভাড়া নিয়ে নকল বই ছাপানোর কাজ করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মো. শামীম হোসেন, ও মো. তরুনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এসময় অন্য আসামীরা পালিয়ে যায়। পরে ৯ জনের নাম উল্লেখসহ আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন শ্রেণির বই জব্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147391