শনিবার বগুড়ায় সিলেটের মুখোমুখী চট্রগ্রাম

শনিবার বগুড়ায় সিলেটের মুখোমুখী চট্রগ্রাম

স্পোর্টস রিপোর্টার : ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচে আগামীকাল শনিবার বগুড়ায় সিলেট বিভাগ চট্রগ্রাম বিভাগের মুখোমুখি হচ্ছে। শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। ইতোমধ্যেই দুই দল বগুড়ায় এসে পৌঁছেছে। সিলেট গত বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামে অনুশীলন করে।

চট্রগ্রাম বিভাগীয় দল বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় এসে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুশীলন করেছে। এবারের লিগে ৪ ম্যাচের সব ক’টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে সিলেট। অপর দিকে, ৪ ম্যাচের একটি জয়, ২টি পরাজয় এবং ১টি ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে চট্রগ্রাম।

সিলেট বিভাগে খেলোয়াড় রয়েছেন জাকির হাসান,অমিত হাসান, আসাদুল্লাহ আর গালিব, মিজানুর রহমান, মুবিন আহম্মেদ দিশান, আবু জায়েদ রাহী, রাহাতুল, সাহানুর রহমান, রেজাউর রহমান রাজা, নাঈম হোসেন সাকিব, নাবিল সামাদ চৌধুরী, সৈকত আলী, তারেক ও ফেরদৌস।

চট্রগ্রাম বিভাগের খেলোয়াড়েরা হলেন সাদিকুর রহমান, শাহ পরান, জসিম উদ্দিন, সাজ্জাদুল হক, সাহাদত হোসেন দিপু, ওমর হাসান, ইরফান শুকুর, নাঈম হাসান, শামীম মিয়া, আশরাফুল হাসান, জিল্লুর রহমান বিজয়, এনামুল হক আশিক, মেহেদী হাসান, আহমেদ শরীফ ও ইফরাহন হোসাইন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147342