ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত ৪০

ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত ৪০

মফস্বল ডেস্ক : নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেওয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে পড়ে তিনজন গুরুতরসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ৪০ জন আহত হয়েছে।  

এখন পর্যন্ত নিহত বৃদ্ধ ও গুরুতর আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত বৃদ্ধা পলাশ উপজেলার বাসিন্দা এবং গুরুতর আহত তিনজন নরসিংদী শহরের বাসিন্দা বলে জানা গেছে। 

দেয়াল ধসে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

স্থানীয়রা জানান, গাবতলী মাদরাসার পেছনের একটি গলিতে নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট খসে পড়ে পাশের একতলা একটি ভবনের ছাদের কার্নিশে। সেখান থেকে কার্নিশ ভেঙে নিচে পড়লে এক শিশুসহ মোট তিনজন আহত হন।

এরপর তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। একই সময় জেলার বিভিন্ন স্থানে আহত হন পায় ৪০ জন। শিশুসহ গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠায় নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147325