মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বছরজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলেছে ব্যাপক অভিযান। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ এবং আটক করছে বিপুলসংখ্যক অভিবাসী। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জনকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (অপ জেম্পুর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে অভিযান চালায়। যেখানে ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট এবং সবজি চাষের খামার অন্তর্ভুক্ত ছিল। অভিযানে ৫৪৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ বিদেশি তখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না। তখন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই এ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147309