বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

রংপুর জেলা প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থী, যারা ডিগ্রী অর্জন করেছেন তারা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম আজ ২১ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। উপাচার্য বলেন, ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্মরণীয় হয়ে থাকবে। মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মো: শহিদ সরকারের সমাবর্তনের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147300