‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’ সম্মাননায় ভূষিত মিতু

‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’ সম্মাননায় ভূষিত মিতু

 অভি মঈনুদ্দীন ঃ শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি কানিজ খন্দকার মিতু গানের সাথেও মনে প্রাণে জড়িত। ভীষণ ভালোলাগে তার গান গাইতে। যে কারণে শিক্ষকতা পেশার গুরু দায়িত্ব পালন শেষে যেটুকু সময় তিনি পান তার পুরোটাই তিনি গানেই দেয়ার চেষ্টা করেন।

টাঙ্গাইলের সন্তান মিতু এরইমধ্যে গানের ভুবনে পথচলার স্বীকৃতি স্বরূপ ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’ সম্মাননায় ভূষিত হয়েছেন। দু’দিন আগেই রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে তিনি এই সম্মানায় ভূষিত হন। এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় লোক সঙ্গীতশিল্পী হিসেবে মিতু এই সম্মাননায় ভূষিত হন।

মিতু বলেন,‘ শ্রদ্ধেয় বারী সিদ্দিকী সম্মাননা ২০২৫-এ মনোনীত হওয়ার খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। সুরের জাদুকর, বিশিষ্ট সুরকার, গীতিকার ও মায়াবী বংশীবাদক প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী মহোদয়ের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্মৃতিচারণ ও গুণীজন সম্মাননায় আমাকে সম্মানিত করা হয়েছে। বাংলা লোকসংগীতের এই কিংবদন্তি শ্রদ্ধেয় বারী সিদ্দিকী মহোদয়ের স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লেগেছে। এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জনই নয়, একজন শিল্পী ও গবেষক হিসেবে এটি লোকসংগীতের ঐতিহ্য, আমাদের মাটির গান ও সংস্কৃতির প্রতি আজীবনের নিবেদনকে আরও একধাপ এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। আমার প্রতি ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ যাঁরা রেখেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে। সঙ্গীতের পথে এগিয়ে যেতে আপনাদের সবার দোয়া ও ভালবাসা কামনা করছি। লোকসংগীত বাঁচুক, মাটির গান এগিয়ে যাক।’

এরইমধ্যে মিতু বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘শেকড়ের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন।

এরইমধ্যে নাগরিক টিভির ‘বাংলা বাউল’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন মিতু। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’ শিরোনামের একটি সিনেমা। এই সিনেমাতে মিতু ‘বিদায় দেন বিদায় দেন আমার মাগো’ শিরোনামের একটি গান গেয়েছেন। এটি একটি ট্রেডিশনাল গান। মিউজিক অ্যারেঞ্জম্যান্টে করেছেন নির্ঝর চৌধুরী। ২০২২ সালে কোক স্টুডিতে প্রকাশিত মিতুর কন্ঠে ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি শ্রোতা দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলে। গানটি এখন পর্যন্ত তিন কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147297