পদোন্নতি পেলেন দেশের ৫৯৩ চিকিৎসক

পদোন্নতি পেলেন দেশের ৫৯৩ চিকিৎসক

দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এছাড়াও, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147281