ডাকসু নেত্রীর রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ডাকসু নেত্রীর রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগচেষ্টার ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ।

খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147273