ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মুশফিক উজ্জামান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এমপিএস ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তার লাশটি উদ্ধার করা হয়। 

 

বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ড. ফরাশ উদ্দিন ভবন এবং মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে মুশফিক উজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147271