যুক্তরাষ্ট্রে একসঙ্গে জায়েদ-মাহি
বিনোদন ডেস্কঃ জায়েদ খান ও মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়ক-নায়িকা। দুজনেই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে। তাদের কয়েকটি ছবি গণমাধ্যমেও চলে এসেছে।
জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি হয়েছেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।
দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের সেন্টাল পার্কে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147262