সিরিয়ার ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সিরিয়ার দক্ষিণে ইসরাইলের দখলে থাকা বাফার জোনে সেনাদের সঙ্গে দেখা করতে যান নেতানিয়াহু। এর কঠোর নিন্দা জানিয়েছে সিরিয়া। দক্ষিণ সিরিয়ার বাফার জোনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। পাশাপাশি এ সফরের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের সুযোগে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোন দখল এবং সেখানে সেনা মোতায়েন করে রেখেছে ইসরাইল। বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সিরিয়া এই অবৈধ সফরের তীব্র নিন্দা জানাচ্ছে... এটিকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হচ্ছে। বুধবার সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে নিজের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।
এদিকে, দক্ষিণ সিরিয়ার বাফার জোনে ইসরাইলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি এই প্রকাশ্য সফরটি উদ্বেগজনক। আমরা ইসরাইলকে ১৯৭৪ সালের চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।’
ডুজারিক সম্প্রতি নিরাপত্তা পরিষদে পাস হওয়া জাতিসংঘের প্রস্তাব ২৭৯৯ উল্লেখ করে বলেন, এই প্রস্তাবে সিরিয়ার পূর্ণ সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার কথা বলা হয়েছে। সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের আক্রমণ তীব্রতর হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসরাইলিরা সিরীয়দের কৃষিজমিতে প্রবেশ করছে, শত শত একর বন ধ্বংস, বাসিন্দাদের গ্রেপ্তার এবং সামরিক চেকপয়েন্ট স্থাপন করছে। দামেস্কের সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলে চার শতাধিক আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147237