মুশফিকের পর লিটনের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পেয়েছেন। ১৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
মিরপুরে গ্যাভিন হোয়েকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এর আগে দিনের দ্বিতীয় ওভারে ক্যারিয়ারের ২০তম ফিফটির দেখা পেয়েছিলেন। গতকাল শেষ বিকেলে ব্যাটিংয়ে নামেন তিনি। তার ব্যাটিংয়ে বাংলাদেশ আছে দারুণ অবস্থায়।
এর আগে সবশেষ ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন লিটন দাস। ওই ইনিংসের পর বেশ কয়েকবার সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে পারেননি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147212