রংপুরে বৃদ্ধ হত্যা মামলার আসামি আলী গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বৃদ্ধকে হত্যার পর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ফেলে রাখার অভিযোগে মামলা হওয়ায় র্যাব-১৩’র অভিযানে আসামি মো. তৈয়ব আলী গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ভিকটিম সাজু মিয়ার সাথে গ্রেফতারকৃত আসামি মো. তৈয়ব আলী এবং সহযোগী আসামিদের প্রায় ৬ মাস পূর্বে আর্থিক লেনদেন সংক্রান্ত ঝগড়া, কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ হয়।
এরই জেরে গত ১৭ মে সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে ভিকটিমকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে দেয়।
গত ১৮ মে রাতে বাদি থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ভিকটিম সাজু মিয়ার লাশ পাওয়া গেছে। ভিকটিমের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে শনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা চতুরতার সাথে আত্মগোপনে ছিল। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
র্যাব-১৩ সদর কোম্পানির আভিযানিক দল গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জেলার গঙ্গাচড়া থানার কুটিরঘাট ঘাঘট নদীর তীর সংলগ্ন অভিযান পরিচালনা করে। এ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গঙ্গাচড়ার দক্ষিণ বেতগাড়ী শাহপাড়া গ্রামের মৃত চটকু মিয়ার ছেলে মো. তৈয়ব আলীকে (৩৬) গ্রেফতার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147191