বগুড়ার শাজাহানপুরে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ৬৫ পিস ইয়াবাসহ মিরাজুল ইসলাম ওরফে মরিচ (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার গোহাইল সরদারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের চন্ডিবর গ্রামের রাস্তার উপর থেকে তাকে আটক করেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম। এ সময় তার দেহ তল্লাশী করে ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক মিরাজুল ইসলাম ওরফে মরিচ (৪০) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রেকর্ডের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147190