দিনাজপুরের হিলিতে ঘুরে বেড়ানো হনুমানটির স্থান হলো রংপুর চিড়িয়াখানায়
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একটি হনুমান গত কয়েকদিন যাবৎ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় বনবিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করা হয়েছে। পরে হনুমানটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান বেশ কয়েকদিন থেকে উপজেলা পরিষদের বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া হনুমানটিকে কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুরে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ মুখপোড়া হনুমানটিকে চিকিৎসা দিয়ে খাবারের ব্যবস্থা করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147171