বান্দরবানে হাতির আক্রমণে প্রাণ গেল শ্রমিকের

বান্দরবানে হাতির আক্রমণে প্রাণ গেল শ্রমিকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ৭ নম্বর ওয়ার্ডের পাইয়াঝিড়ি রাবার বাগানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক মৃত মিনাজ উদ্দিনের ছেলে এবং বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে পাইয়াঝিড়ি রাবার বাগানে রাবারের কষ সংগ্রহ করছিলেন আব্দুল হক। এসময় হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147132