মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করার আহ্বান আসিফ নজরুলের
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।
আসিফ নজরুল জানান, কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় মালয়েশিয়া। দেশটির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়েশিয়াকে জানিয়েছে বাংলাদেশ সরকার।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।
তিনি আরও বলেন, অল্প কয়েকটা বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটি চাই না, আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয়। এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে, তারা এগুলো বিবেচনা করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147125