সখীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

সখীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মা শাহনাজ বেগম ও তার মেয়ে সাজেদা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহনাজ বেগম ও সাজেদা ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী-মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অন্যদিকে তার মেয়ে সাজেদা প্রতিবন্ধী ছিলেন। উচ্চতায় ছিলেন এক থেকে দেড় ফিট। শাহনাজের ছেলে বিদেশে থাকতেন। বাড়িতে ছেলের বউ ও শাহনাজের স্বামী থাকতেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরে বুধবার সকালে রান্নাঘরে শাহনাজের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। আর রুমের মধ্যে বিছানায় মৃত অবস্থায় শাহনাজের মেয়ের মরদেহ পাওয়া যায়। এ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে ২ জনের গুরুতর অসুস্থ ছিলেন। তবে নিহত সাজেদার শরীরের কোনো আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কারণ জানা যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147122