ছাতকে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫

ছাতকে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ বুধবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের দুই গ্রামের মাঝামাঝি একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাই আহমেদের কথা–কাটাকাটি থেকেই মূল ঘটনার সূচনা। এক পর্যায়ে কথার তীব্রতা বাড়লে উভয় পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়।  মুহূর্তেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়ায়।

এ সংঘর্ষ চলাকালে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে চান্দালী, আব্দুল হক, মোস্তাই আহমেদ, আলী, মোহাম্মদ, রুবেলসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

 

এদিকে সংঘর্ষের পর দুই গ্রামে উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংঘর্ষের মতো ঘটনা হওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।এ ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যদি কেউ লিখিত অভিযোগ দেন, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147116