প্রথমবার ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন রাঘব-পরিণীতি

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন রাঘব-পরিণীতি

বিনোদন ডেস্ক : ক’দিন আগেই ছেলের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। এরপর থেকেই নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কবে দেখা পাওয়া যাবে পরিণীতি পুত্রের, কী নাম রেখেছেন তার তা জানান জন্য। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর পরিণীতি-রাঘব জানালেন তাদের ছেলের নাম, সঙ্গে প্রকাশ্যে আনলেন শিশুপুত্রের এক ঝলক। গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে জানান, তার নাম রাখা হয়েছে নীর।

যৌথ ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’ পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। 

এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147108