তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতার প্রতীকী মূল্যে বই বিতরণ
ঢাবি প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে প্রতীকী মূল্যে বই বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি শুরু করেন তিনি। শাকিল জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, অর্থনীতি ও সমকালীন রাজনীতি বিষয়ে মোট ৬১টি বই স্টলে রাখা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনকে কেন্দ্র করে প্রতীকী মূল্যে—মাত্র ২০ টাকায়—এসব বই বিক্রি করছি। তিনি আরও বলেন, জন্মদিনে আড়ম্বর আয়োজন না করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। সে কারণেই বইকে কেন্দ্র করে এই ছোট পরিসরের আয়োজন করেছি।
বই সংগ্রহ করতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, স্বল্পমূল্যে মানসম্মত বই পাওয়া তাদের জন্য বেশ উৎসাহজনক। তাদের মতে, বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ নিয়মিত হলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147098