মিরপুরে মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। মিরপুরের হোম অব ক্রিকেটে আজ রচিত হলো নতুন ইতিহাস। এই ঐতিহাসিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে দুই দল। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।মুশফিকের শততম টেস্ট রাঙানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং আক্রমণে রদবদল এনেছে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের জায়গায় দলে ফিরেছেন গতিময় পেসার ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। গত জুনের পর এই প্রথম লাল বলের ক্রিকেটে ফিরলেন এবাদত।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147073