নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাস
আন্তর্জাতিক ডেস্ক : গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হলো গাজার নাজুক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি করা, টেকসই শান্তির পথ তৈরি করা এবং বিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা। স্থানীয় সময় সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও ভোটদানে বিরত থাকে স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীন । তবে তারা ভেটো প্রয়োগ না করায় পাস হয়ে যায় প্রস্তাবটি।
এ প্রস্তাব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার আন্তর্জাতিক বৈধতা শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছিল। পরিকল্পনার কয়েকটি অংশ গত মাসে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভিত্তি গড়ে দেয়। প্রস্তাব পাস করাতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়, যা নিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে সন্তোষ প্রকাশ করেন।
ট্রাম্প লিখেছেন, “সদ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া অবিশ্বাস্য ভোটের জন্য বিশ্বকে অভিনন্দন। এই ভোট আমার সভাপতিত্বে ঘোষিত ‘শান্তি বোর্ড’কে স্বীকৃতি ও অনুমোদন দিয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতারা জড়িত রয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147068