জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট টিকিট বাতিল করল চীন

জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট টিকিট বাতিল করল চীন

আন্তর্জাতিক ডেস্কতাইওয়ানকে কেন্দ্র করে চীন–জাপান কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যেই জাপানমুখী প্রায় পাঁচ লাখ ফ্লাইট টিকিট বাতিল করেছে বেইজিং। এর আগে চীন জাপানের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করে এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিও বন্ধ করে দেয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে, তাহলে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। তার এই মন্তব্যের ঠিক পরেই উত্তেজনা তীব্র হয়। চীন এটি “উসকানিমূলক ও হস্তক্ষেপমূলক” বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং ভ্রমণ ও শিক্ষা কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থানকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সামরিক জড়িত হওয়ার বক্তব্যের পর চীন দাবি করে, এই মন্তব্য তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এর পরপরই চীন তাদের নাগরিক ও শিক্ষার্থীদের জাপানে না যেতে সতর্ক করে, ভিসা প্রক্রিয়া স্থগিত ও সাংস্কৃতিক বিনিময় বন্ধ ঘোষণা করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর তথ্য অনুযায়ী, সাতটি চীনা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, তারা জাপানে বুক করা যাত্রীদের বিনা খরচে টিকিট বাতিলের সুযোগ দেবে। এর মধ্যে তিনটি রাষ্ট্রীয় এয়ারলাইনও রয়েছে। বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি জানান, যাত্রা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র তিন দিনে জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল হয়েছে, যা কোভিড–পরবর্তী সময়ে সবচেয়ে বড় বাতিলের ঘটনা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147063