বগুড়া ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌফিকুর রহমান
স্টাফ রিপোর্টার : বগুড়ার ২২৮ তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পহন করেছেন মো. তৌফিকুর রহমান। তিনি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্বাহ্নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্যে দিয়ে তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন, আইন শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিবেন।
২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. তৌফিকুর রহমান (১৬১৪৬) খুলনা থেকে বদলি হয়ে বগুড়ার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। সততা, ন্যায়নিষ্ঠা ও জনসেবামুখী নেতৃত্বে তিনি ইতোমধ্যেই দেশের প্রশাসনিক অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে তিনি কুষ্টিয়া ও খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকার সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
অর্থ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনকালে বাজেট বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সিন্ডিকেট বিরোধী পদক্ষেপ গ্রহণ করে আলোচিত হন। দৌলতপুর উপজেলায় ইউএনও থাকাকালীন নদীভাঙন কবলিত মানুষের পুনর্বাসনে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেন।
শিক্ষা ও সমাজকল্যাণ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জেলার শিক্ষক সমাজ ও স্থানীয় সংগঠনগুলো তাঁকে “জনবান্ধব প্রশাসক” উপাধিতে ভূষিত করে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ভূমি সেবা ডিজিটালাইজেশন, সরকারি দপ্তরগুলোর অনলাইন সেবা ব্যবস্থা ও দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশংসনীয় উদ্যোগ নেন। খুলনায় তাঁর নেতৃত্বে “স্মার্ট খুলনা গড়ে তুলি” শীর্ষক উন্নয়ন কর্মপরিকল্পনা গৃহীত হয়, যার লক্ষ্য ছিল শহর ও গ্রামীণ জনগণের প্রশাসনিক সেবায় প্রযুক্তিনির্ভর রূপান্তর।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147049