বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ১৪নং ওয়ার্ডের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধাপক রফিকুল আলম, ১৪নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ, ৮নং ওয়ার্ড সেক্রেটারি গোলাম আযম, জামায়াত নেতা সাহেব আলী, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম, জাকিরুল ইসলাম, নুর আলম, মিজানুর রহমান, বাবু মিয়া, শ্রমিক নেতা আব্দুল হাকিম প্রমুখ।

এক পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, আমি আপনাদের মালগ্রাম সবুজবাগ এলাকার সন্তান, আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিন। নির্বাচিত হলে শাসক নয় আপনাদের ভাই হিসেবে সেবা করতে চাই। জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ভোট দিবে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147046