বগুড়ার শেরপুর অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ৩ যুবককে পুলিশে সোপর্দ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে ৩ জন ছিনতাইকারী আটক করেছে। পরে তাদের মারপিট করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় অটোভ্যান চালক শাহ আলম বাদি হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার মওলা ফকিরের ছেলে সাজু ফকির (২৪), ইউনুছ আলীর ছেলে জীবন রহমান (২৬), জেল হোসেনের ছেলে সোহানুর রহমান সম্রাট (২০)। এছাড়া তাদের আরেক সহযোগী শামীম ফকির (৩০) নামে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোভান চালক ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম বলেন, রাত অনুমান সাড়ে ৯টার দিকে ধুনট বাজার থেকে সাজু ও জীবন শেরপুরের শালফা যাওয়ার কথা বলে তার অটোভ্যান ভাড়া নেয়।
বোয়ালকান্দি ব্রিজের নিকট পৌঁছলে তারা সেখানে থামতে বলে। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা সম্রাট ও শামীম এসে ভ্যানচালক শাহ আলমকে মারপিট করে গলায় চাকু ঠেকিয়ে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো ভ্যানের পিছু ধাওয়া করে গজারিয়া তিনমাথায় তাদের ৩ জন কে আটক করে।
পরে উত্তেজিত জনতা তাদের মারপিট করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147043