কনা-লিজার নতুন গানে মুগ্ধ শ্রোতা

কনা-লিজার নতুন গানে মুগ্ধ শ্রোতা

অভি মঈনুদ্দীন ঃ দুই সপ্তাহ আগেই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার নতুন মৌলিক গান ‘নেই অধিকার’ তারই ইউটিউব চ্যানেল ‘লিজা’তে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তৌফিক আহমেদ, সুর সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার হৃদয় খান।

গানটি প্রকাশের পর এরইমধ্যে এক লক্ষেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। যেহেতু লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল, তাই ভিউয়ের দিক দিয়ে লিজা নিজেই সন্তুষ্ট। কারণ লিজার বিশ্বাস এই গানের শ্রোতাপ্রিয়তা একটু একটু করে বাড়বে। মিষ্টি সুরের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এদিকে পাঁচদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা’র কন্ঠে প্রকাশিত হয়েছে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনার এই গানটিও প্রকাশিত হয়েছে কনার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কনা’তে। গানটি র্লিখেছেন আবদার রহমান। সুর সঙ্গীত করেছেন ফুয়াদ আল মুক্তাদীর। কনা’র ‘ভিতরও বাহিরে’ গানটি ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গান থেকে ‘আমার ভিতরও বাহিওে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়জুড়ে’ অংশটুকু নেয়া। কনা’র চ্যানেলে গানটি প্রকাশের পর কনার এই গানেও মুগ্ধ হচ্ছেন শ্রোতারা।

লিজা বলেন,‘ বেশকিছুদিন বিরতির পরই মূলত নেই অধিকার গানটি প্রকাশ করেছি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী এখন নতুন মৌলিক গান প্রকাশও যেন একজন শিল্পীর জন্য চ্যালেঞ্জিং, তাও আবার নিজের ইউটিউব চ্যানেলে। আমি নেই অধিকার-এর রেসপন্স নিয়ে বেশ সন্তুষ্ট। আশা করছি গানটির প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা আরো বাড়বে। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই হৃদয় খান ভাইকে এবং এই গানের নেপথ্যে থেকে যারা কষ্ট করেছেন।’

দিলশাদ নাহার কনা বলেন,‘ গানটি প্রকাশের পর বিশেষত গানটির টাইটেল-এর জন্য গানটি শুনছেন। শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি এটাও জানি আমার পরবর্তী স্টেজ শো গুলোতে এই গানের জন্যও বিশেষ অনুরোধ আসবে গাইবার জন্য। আমরাতো আসলে শ্রোতা দর্শকের জন্যই নতুন গান করি। আর কিছুদিন পরেই আরো বেশ ভালো ভালো কয়েকটি গান প্রকাশ পাবে।’

এদিকে কনা ও লিজা দু’জনেই এই সময়ে স্টেজ শো’তে বেশ ব্যস্ত সময় পার করছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147037