বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে রদবদল হয়েছে। তাতে বিসিবির নারী উইংয়ের প্রধান হয়েছেন রুবাবা দৌলা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তবে শুধু নারী বিভাগেই পরিবর্তন হয়েছেন এমনটা নয়, আরো দুটি বিভাগে রদবদল হয়েছে। রুবাবা দায়িত্ব নেওয়ায় অন্য বিভাগের প্রধান হয়েছেন এত দিন নারী বিভাগ সামলানো আবদুর রাজ্জাক। তবে নারী বিভাগের ভাইস চেয়ারম্যানের ভূমিকাতেও থাকবেন সাবেক এই বাঁহাতি স্পিনার। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দায়িত্ব পেয়েছেন রাজ্জাক।
এত দিন এই বিভাগের প্রধান ছিলেন খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়কের পরিচয় এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। উইকেটরক্ষক-ব্যাটারের আগে এই দায়িত্ব সামলান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147025