কুষ্টিয়ায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দিকে উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- একই ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মের মৃত আব্দুল গফু‌রের ছে‌লে আব্দুর র‌শিদ (৫০) ও শরাফত প্রামা‌ণি‌কের ছে‌লে মামুন (২৮)।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক র‌শিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধ‌রে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। প‌রে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার ব‌লেন, তারা চারজন একই নৌকায় ছিলেন। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হ‌য়ে‌ছেন তারা সাঁতার জান‌তেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147016