নাটোরের সিংড়ায় ভরা মৌসুমেও সবজির দাম আকাশ ছোঁয়া
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তবে সবজি ব্যবসায়িকরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের।
উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০ টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তাছাড়া জাতভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিংড়া বাসস্ট্যান্ডের সবজি বাজারে সবজি বিক্রেতা আকবর আলী বলেন, কিছুদিন আগে টানা বৃষ্টির কারণে আগাম জাতের অনেক সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে।
সিংড়া সবজি বাজারে সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিকভাবে উঠা নামা করছে। গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি, আজ কিনলাম ১২০টাকা কেজি। পেঁয়াজ ছিল ৬০ টাকা এখন ১শ’ টাকা কেজি। একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া। এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাকসহ বিভিন্ন রকম শাক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/147007