বগুড়ার শাজাহানপুরে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিজ শয়ন কক্ষ থেকে তুষার চন্দ্র (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে সরকারি আযিযুল হক কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার একটি ভাড়া বাসা থেকে তুষারের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই কক্ষে থাকা একটি ডায়েরির ভিতর থেকে চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। নিহত তুষারের বাবা কৃষ্ণ চন্দ্র বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে

(সিএমএইচ) কর্মরত। তার গ্রামের বাড়ি নাটোরের  নলডাঙ্গা উপজেলায়। চাকুরির কারণে প্রায় ১৩ বছর যাবত তিনি শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন। ৫-৬ দিন আগে তুষারের মা তার বাবার বাড়ি জয়পুরহাটে যান। এরপর থেকে তুষার ও তার বাবা বাসায় ছিলেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ছেলেকে বাড়ির মেইন গেট লাগিয়ে দিতে বলে অফিসে যান কৃষ্ণ চন্দ্র। বাড়িতে কেউ না থাকার সুযোগে শয়ন কক্ষের ছাদে
থাকা ফ্যান ঝুলানো হুকের সাথে গলায় রশি দিয়ে ফাঁস নেয় তুষার। 

অপরদিকে সকাল থেকেই ছেলে তুষারকে ফোনে পাচ্ছিলেন না তার মা রুমা রাণী। এমতাবস্থায় ফোন না ধরার বিষয়টি তিনি তুষারের বাবাকে মুঠো ফোনে জানালে তুষারের বাবা অফিস থেকে বাসায় যান এবং তুষারের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 
স্থানীয় ইউপি সদস্য আড়িয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের সময় তুষারের ডায়েরির ভিতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কলেজছাত্র তুষারের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের কোন আপত্তি না থাকায় বিনাময়নাতদন্তে সৎকারের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146987