বগুড়ায় গান পাউডার ও পটকাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় গান পাউডার ও পটকাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৭ হাজার ৭শ’ পিস পটকা এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ ৩ জন পটকা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই পরিমাণ পটকা ও বিস্ফোরকসহ তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব-১২ বগুড়া সূত্র জানায়, শহরের মালতিনগর বকশি বাজার মোড়ে শাহীনুর ইসলাম সজীবের মুদি দোকানে অবৈধ ও বেআইনি ভাবে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যাদি মজুদ করে রাখা হয়েছে, গোপন সূত্রে এ সংবাদ পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেখান থেকে দোকানি শহরের রহমান নগরের মৃত আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫) ও গাবতলি উপজেলার চাকলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০)কে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি ৭ হাজার পিস পটকাসহ গ্রেফতার করা হয়।

এরপর তাদের দেয়া তথ্যমতে একই দিন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামের ছামছুল মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে অভিযানকালে ২ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি আরও ৭শ’ পিস পটকা এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ আব্দুল মালেক মন্ডলকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146933